Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, কামরাঙ্গীর চর থানার ওসি শাহীন ফকিরের হাতে সংবাদ কর্মীরা লাঞ্চিত এবং মামলার হুমকি এবং মাদকের টাকা আত্বসাৎ

জিন্নাতুল ইসলাম,সাব এডিটরঃ
গত ১৪/০৩/২০১৮ইং তারিখে সন্ধ্যাকালীন, গাজীর যাট রোড, হযরত নগর, কামরাঙ্গীর চর, বিএনপি নেতা শহীদুল ইসলাম এর বাড়ীর ৫ম তলার ভাড়াটিয়া আলমগীর অবৈধ মাদক ব্যবসা করেন মর্মে,পুলিশের সোর্স চান্দু মিয়া গোপন সূত্রে পুলিশ কে জানায়।পুলিশ আলমগীর এর বাসায় দুই ঘন্টা যাবৎ অভিযান করেন। অভিযান কালে ঘটনাস্হল থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, দুই জোরা স্বর্নের কানের দুল, নগদ টাকা, মদ এর বোতল, কেমিক্যাল উপাদান জব্দ করেন। উক্ত বাসায় কামরাঙ্গীর চর রিপোটার্স ক্লাবের সহ সভাপতি, সিঃ রিপোটার জাহাঙ্গীর আলম দীর্যদিন যাবৎ ভাড়া থাকেন। তিনি ফোন করে রিপোটার্স ক্লাবকে অবহিত করিলে।সংবাদ কর্মীরা ঘটনাস্হল পরিদর্শন করেন এবং এলাকার লোকজন কে জিজ্ঞাস করিলে নাম প্রকাশে অনইচ্ছুক কয়েকজন বলেন নগদ টাকা, ২-৫ লাখ হইতে পারে। আর বাকী সব ঠিক আছে । সঠিক তথ্য উদযাটনে সংবাদ কর্মীরা এখন ওসি শাহীন ফকিরের নিকট থানায় যায়। ওসি সাহেব আপনি, আপনার পুলিশ তো একটি ভাল কাজ করেছেন, যটনাস্হল এ কি পাওয়া গেছে, তিনি বলেন,ইয়াবা টেবলেট তৈরির মেশিন একটি, কিছু উপাদান,মদ এর বোতল,কেমিক্যাল, ইত্যাদি।নগদ ৪৭০০০টাকা।!!!!!সংবাদ কর্মীরা এখন থানায় আটক কূত আলমগীর এর ওয়াইফ ইমু আক্তার কে, জিজ্ঞাস করা হল এই ব্যবসা কত দিন,না আমি এই মাদক ব্যবসা করিনা,মেশিন টা কিসের,বললেন জুতা তৈরির,কানের দুল কয়জোরা,বললেন দুই জোরা,কেমিক্যাল কিসের,আমি জানি না,নগদ কত দেড় থেকে দুই লাখ টাকা হবে। এই কথা গুলো রেকর্ডেট,বাকী সব ক্যামেরা বদ্দ।!!!!!!!!!!! হঠাৎ রেগে গেলেন থানার ওসি শাহীন চওড়া হলেন সংবাদ কর্মীদের উপর:::গালি গালাজ করলেন বাবা মা তুলে,অকর্থ্য ভাষায়,যদিও তথ্য অধিকার আইন রয়েছে, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তব্য, অপমান করে থানা থেকে বের করে দিলেন, সাংবাদিকদের এই মামলায় আসামী দিয়ে চালান করবেন বলে হুমকি দেন। খোজ নিয়ে জানা যায়, তিনি বিএনপি পন্হি পুলিশ। প্রধাণ মণ্রীর হাত থেকে পুলিশ পদক পাওয়ার পর তিনি কাউকে গণনা করেন না। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অধিকার ওসি শাহীনের নেই।তিনি আওয়ামীলীগ পন্হী অনেকের নামে মামলা দিয়ে হাজতে পাঠিয়েছেন।নেতা কর্মীদের কে থানায় আসলে বলেন,এইসব নেতা চলেনা।মিডিয়া কর্মীদের কে, অপমান, পেশাগত কাজে বাধা, মামলার ভয়, গালি গালাজ করার অপরাধে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ওসি শাহীন ফকির কে থানা হইতে প্রত্যাহারের জন্য, জাতীয় প্রেস ক্লাব, সকল সাংবাদিক সংগঠণ, মাননীয় প্রধাণ মণ্রী,স্ব-রাষ্ট্র মণ্রী, খাদ্য মণ্রী, পুলিশ প্রধাণ, পুলিশ ডিপার্টমেন্টাল উর্ধতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহনের জন্য সংবাদকর্মীরা দৃষ্টি আকর্ষন করছেন।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top