ক্রাইম নিউজ২৪ প্রতিবেদকঃ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে রেখেছেন।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। আউটসোর্সিং কর্মীদের রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকশ সরকারী প্রতিষ্ঠানের কর্মচারী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। তারপর থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাস্তাটি বন্ধ করেছেন আন্দোলনকারীরা। ফলে এই সড়কে চলাচলকারী যানবাহনগুলো কে বিকল্প রাস্তায় গন্তব্যে যেতে হচ্ছে।
আন্দোলনকারীরা বলেন, বিগত সরকার শোষণ করার নীতিমালা দিয়েছে, আমরা শোষিত হয়েছি। আমরা কাফনের কাপড় নিয়ে এসেছি, দরকার হলে রক্ত দিবো কিন্তু তারপরও আমরা আমাদের উত্তরসূরীদের নির্যাতিত হতে দিবো না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, বিশৃঙ্খলা করবো না। তবে সময় ফুরিয়ে যাচ্ছে।