Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

এস আলমকে সুবিধা দিয়ে ফেঁসে গেলেন ৩ কর্মকর্তা

এস আলমকে সুবিধা দিয়ে ফেঁসে গেলেন ৩ কর্মকর্তা

ক্রাইম নিউজ২৪ ডেস্কঃ বিতর্কিত এস আলম গ্রুপকে কালো টাকা অবৈধভাবে সাদা করার সুবিধা দেওয়ার দায়ে ফেঁসে গেছেন এক অতিরিক্ত কমিশনারসহ তিন আয়কর কর্মকর্তা। তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, চট্টগ্রাম কর আপিল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার সাইফুল আলম, ঢাকা কর অঞ্চল-১৪ এর যুগ্ম কর কমিশনার এ কে এম শামসুজ্জামান এবং চট্টগ্রাম কর অঞ্চল-২ এর সহকারী কর কমিশনার আমিনুল ইসলাম।

চট্টগ্রামের সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তার প্রতিষ্ঠিত এস আলম গ্রুপ দেশের আর্থিক খাতের এক বড় দুর্বৃত্ত। গত ১৫ বছর আওয়ামীলীগ সরকারের আমলে একাধিক ব্যাংকের লাইসেন্স বাগিয়েছে এই গ্রুপ। এছাড়াও প্রশাসনের সহায়তায় দখল করেছিল বেশ কয়েকটি ব্যাংক। নিয়ন্ত্রণাধীন সব ব্যাংকেই চালানো হয়েছে অবাধ লুটতরাজ। নামে বেনামে ঋণের আড়ালে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এসব টাকার বড় অংশই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। অবশিষ্ট টাকাকে কর বিভাগের যোগসাজশে সাদা করে নিয়েছে এই গ্রুপ।

এনবিআর সূত্রে জানা গেছে, চট্রগ্রামের কর অঞ্চল-১ এর করদাতা এস আলম গ্রুপ। আইন উপেক্ষা করে এই গ্রুপকে সুবিধা দিয়ে আসছিলেন আয়কর বিভাগের কর্মকর্তারা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে নড়েচড়ে বসে এনবিআর। সেই ধারাবাহিকতায় তদন্ত কমিটি করা হলে তাদের প্রতিবেদনে উঠে আসে কর-কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়টি। ওই প্রতিবেদনের আলোকে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top