ক্রাইম নিউজ২৪ ডেস্কঃ প্রতিপক্ষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে ঘাবড়ে যায়নি দক্ষিণ আফ্রিকা। ফল পেলো হাতেনাতে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা স্রেফ উড়িয়ে দিয়েছে অজি মেয়েদের। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে প্রোটিয়া মেয়েরা।
বৃহস্পতিবার দুবাইয়ে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৬ বল হাতে রেখে ১৭.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ৪৮ বলে ৮ চার ও এক ছক্কায় অপরাজিত ৭৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচের নায়ক আনেকা বশ।
মেয়েদের যেকোনো সংস্করণের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম জয় এটিই। আগের সাতবারের দেখাতেই সঙ্গী হয়েছিল পরাজয়। তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার স্রেফ তৃতীয় জয় এটি।