Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

হামাসপ্রধানকে হত্যা, স্বস্তির নিঃশ্বাস পশ্চিমাদের

ক্রাইম নিউজ২৪ ডেস্কঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ। এটিকে ইসরাইলের জন্য বড় সাফল্য বলে মনে করছে এসব দেশ। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা জোরদার করবে বলে প্রত্যাশা করছে দেশগুলো।

টেলিভিশনে দেয়া এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, এই অঞ্চলে এখন অন্ধকারের ওপর আলো বিরাজ করছে। সিনওয়ারের মৃত্যু এই গোষ্ঠীর (হামাস) পতনের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক।

হামাসপ্রধানকে হত্যার খবরে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেন বলেছেন, ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য আজ একটি শুভদিন। ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ায় গাজার বুকে হামাসের ক্ষমতার অবসান ঘটবে। একটি রাজনৈতিক মীমাংসার সুযোগ তৈরি হবে। এতে ইসরাইল ও ফিলিস্তিনিরা একটি ভালো ভবিষ্যৎ উপহার পাবে।

হোয়াইট হাউস বলেছে, সিনওয়ারকে খুনের মিশনে সফল হওয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। বিষয়টিকে কাজে লাগিয়ে কীভাবে জিম্মিদের দেশে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে কথা বলেছেন তারা। এ ছাড়া ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করে যুদ্ধের সমাপ্তি টানার বিষয়েও তাদের মধ্য কথা হয়েছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে এক নির্বাচনি সমাবেশে কমলা হ্যারিস বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় যারা ভুক্তভোগী এবং গাজায় যেসব জিম্মিকে হত্যা করা হয়েছে তারাসহ হাজারো নিষ্পাপ মানুষকে হত্যার জন্য দায়ী সিনওয়ার। তার মৃত্যু অবশেষে গাজায় যুদ্ধ শেষ করার সুযোগ করে দিল। আমি শুধু এটুকু আশা করতে পারি যে হামাসের কারণে যেসব পরিবার ভুগছে, তারা এখন স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে।

হামাসপ্রধানের নিহত হওয়ার খবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইহুদিদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিনটির জন্য দায়ী ইয়াহিয়া সিনওয়ার। যুক্তরাজ্য তার মৃত্যুতে শোক প্রকাশ করবে না।

তিনি আরও বলেন, জিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বৃদ্ধি লম্বা সময় ধরে বিলম্বিত হচ্ছে। এখন আমরা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে পারি।

ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। তিনি এ ঘটনাকে ইসরাইলি সেনাবাহিনীর জন্য বড় সাফল্য বলে মন্তব্য করেন।

মাক্রোঁ বলেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধ শেষ করার জন্য এ সুযোগকে কাজে লাগানো উচিত। এখন মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ করা জরুরি বলেও মনে করছেন তিনি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এক বিবৃতিতে সিনওয়ারকে ‘একজন নিষ্ঠুর খুনি এবং সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হামাসের উচিত অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দেওয়া, যাদের ইসরাইলে ৭ অক্টোবরের হামলার সময় আটক করা হয়েছিল। তাদের (হামাস) এখন অস্ত্র তুলে নেওয়া উচিত।

ন্যাটো প্রধান মার্ক রুট ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, ‘যদি তিনি (সিনওয়ার) নিহত হন, তবে আমি ব্যক্তিগতভাবে তাকে মিস করব না।’

 

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top