Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

ঈদুল আজহায় ৬, ফিতরে ৫, পূজায় ছুটি ২ দিন

ক্রাইম নিউজ২৪ ডেস্কঃ ২০২৫ সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ৬ দিন ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি ৫ দিন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজার ছুটি ২ দিন করা হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

নতুন তালিকা অনুসারে, আগামী বছর ১২ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। তবে ১২ দিন সাধারণ ছুটির মধ্যে ৫ দিনই সাপ্তাহিক ছুটি থাকবে। আর ১৪ দিন নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৪ দিনই সাপ্তাহিক ছুটি থাকবে। এর অর্থ বছরে ২৬ দিন ছুটি থাকলেও এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি থাকবে।

ছুটির অনুমোদিত তালিকা অনুযায়ী, দুই ঈদে সাধারণ ছুটি ১ দিন করে। সম্ভাব্য সময় অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর হতে পারে ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে)। এদিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগের ২ দিন (২৯ ও ৩০ মার্চ) এবং পরের ২ দিন (১ ও ২ এপ্রিল) নির্বাহী আদেশে ছুটি থাকবে। পবিত্র ঈদুল আজহা হতে পারে ৭ জুন (চাঁদ দেখা সাপেক্ষে)। ওই দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে আগের ২ দিন (৫ ও ৬ জুন) এবং পরের ৩ দিন (৮, ৯, ১০ জুন) নির্বাহী আদেশে ছুটি হবে। বর্তমানে ঈদের ছুটি ৩ দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি থাকবে বিজয়া দশমীর দিন। সম্ভাব্য ২ অক্টোবর বিজয়া দশমী হতে পারে। তার আগে নবমীর দিন (১ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি থাকবে। সাধারণত দুর্গাপূজায় একদিন ছুটি থাকে। তবে এ বছর বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি ১ দিন বাড়িয়েছিল। বিভিন্ন সময়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর প্রস্তাব করে। এটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

অন্য যেসব দিনে সরকারি ছুটি : সেগুলো হলো-২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ জুমাতুল বিদা, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ), পহেলা মে শ্রমিক দিবস, ১১ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৬ আগস্ট জন্মাষ্টমী, ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবি (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন)। এ ছাড়া শবেবরাত, শবেকদর, পবিত্র আশুরা উপলক্ষ্যেও ছুটি থাকবে। আর ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ঐচ্ছিক ছুটি নেওয়ার ব্যবস্থাও আছে।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top