Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

সিআইডির নতুন প্রধান মতিউর রহমান শেখ

সিআইডির নতুন প্রধান মতিউর রহমান শেখ

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ।

বুধবার (১৬ অক্টোবর) অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ সিআইডিতে যোগদান করেন। দায়িত্বভার গ্রহণের পর তিনি অফিসারদের সঙ্গে মতবিনিময় এবং সবাইকে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান (নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. মতিউর রহমান বিসিএস ক্যাডার (পুলিশ) ১২তম ব্যাচে পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি দীর্ঘদিন অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে কর্মরত ছিলেন। বিগত সরকারের সময় তিনি সুবিধাবঞ্চিত ছিলেন। সরকার পরিবর্তনের পর তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর অতিরিক্ত আইজিপি হিসেবে পুনরায় পদোন্নতি দেওয়ার পর তাকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

মতিউর রহমান শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের মৃত হাফিজ উদ্দিন ডাক্তারের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

এছাড়া ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top