Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

আজহারীকে ছেড়ে দিলো মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ

আজহারীকে ছেড়ে দিলো ইমিগ্রেশন পুলিশ, প্রবেশ করেছেন মালয়েশিয়ায়

মালয়েশিয়া প্রতিনিধিঃ আজহারীকে ছেড়ে দিলো ইমিগ্রেশন পুলিশ, প্রবেশ করেছেন মালয়েশিয়ায় জিজ্ঞাসাবাদ শেষে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। এরপর তিনি দেশটিতে প্রবেশ করেছেন। শনিবার (১২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে দেওয়া অভিযোগ এখনও দেশটির ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে। এ কারণে তাকে আটকে দেয় পুলিশ।

শুক্রবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান আলোচিত এ বক্তা। এরপরই তাকে পুলিশের আটকে দেওয়ার খবর জানা যায়। সবকিছু শেষে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ২টার পর মিজানুর রহমান আজহারীর ইমিগ্রেশন সম্পন্ন হয়।

এর আগে আজহারীকে বহনকারী বিমান মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে বিমানবন্দরের ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ৮ ঘণ্টা অবস্থান করেন তিনি।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top