Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

পুলিশের সোর্স মনিরের ষড়যন্ত্রের শিকার চট্রগ্রাম শহরের কোতয়ালী থানার কোরবান আলী ॥ মিথ্যা মামলায় পথে পথে ঘুরছে

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ-
চট্রগ্রাম শহরের কোতয়ালী থানাধীন কোরবান আলী, পিতা- মুন্সী মিয়া, সাং কোতয়ালী পাথরঘাটা, ৩৬ নং ওয়ার্ড এলাকায় সে ষড়যন্ত্রমূলক ৬ টি মিথ্যা পেন্ডিং মামলার আসামী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। কোতয়ালী থানার পুলিশের সোর্স মনিরসহ আরও কয়েকজন সোর্স কোরবান আলীর নিকট চাঁদার টাকা চায়, টাকা না দিলে পেন্ডিং মামলায় ঢুকিয়ে দিবে। তখন কোরবান আলী টাকা দিতে অসম্মতি জানালে অফিসার ইনচার্জ ও দারোগাদের সাথে আতাঁত করে মামলায় জড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে কোরবান আলী মিথ্যা মামলাগুলিতে জামিনে আছে। কোরবান আলী একজন মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী। তার ব্যবসার ভাগ চেয়েছিল সোর্স মনির । মনির বর্তমানে কোতয়ালী থানাকে নিজের বলে দাবী করে বলে আমি ওসিকে যাহা বলবো তাই হবে। অন্যদিকে কোরবান আলী এখন মনিরের পেন্ডিং মামলায় যুক্ত করার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। কোরবান আলী ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয়, বাংলাদেশ পুলিশ ও র‌্যাব কর্তৃপক্ষের নিকট আবেদন করেছে। এখনও নূতন মামলায় ভয়ে ভ’গছে কোরবান আলী। পুলিশের রোষানলে পরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে পালিয়ে বেড়াচ্ছে।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top