আব্দুল কাদের, রিপোর্টার
সরেজমিনে ঘুরে জানা যায়, ভূক্তভোগী রুকসানা পশ্চিম নবীনগর ৩নং গলির স্থায়ী বাসিন্দা। তাহার প্রতিবেশী বিএনপি কর্মী হাসান পশ্চিম নবীনগরের স্থায়ী বাসিন্দা। কোন এক সুবাদে ভূক্তভোগী রুকসানার মেয়ের বিবাহের সময় উকিল নিযুক্ত হয়েছিলেন। বিধায় রুকসানার পরিবারের সহিত সম্পর্ক ভালো ছিল। রুকসানা একজন স্বামী পরিত্যক্ত মহিলা। তিন মেয়ে দুই ছেলে নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করেন। তাহার প্রতিবন্ধী ছেলে রানার দৈনিক কাজ করার জমানো টাকা ছিল। বিএনপিকর্মী হাসান রুকসানাকে বলেন আপনাকে আমি কেরানীগঞ্জে ৫শতক জমি বায়না/ রেজিষ্ট্রি করে দেই। আপনি আমাকে রেজিষ্ট্রিসহ ২,৮৫,০০০/- (দুই লক্ষ পঁচাশি হাজার) টাকা দেন। বিগত ৪ বছর পূর্বে এলাকার স্বাক্ষীগণের সম্মুখে রুকসানা বিএনপিকর্মী হাসানকে ২,৮৫,০০০/- (দুই লক্ষ পঁচাশি হাজার) সরল বিশ্বাসে প্রদান করেন। কিন্তু বিএনপিকর্মী হাসান রুকসানাকে জমির কোন বায়না রেজিষ্ট্রি করে দেয়নি বরং ঐ জমি হাসান তাহার স্ত্রী সুরাইয়ার নামে রেজিষ্ট্রি করে দেয়। বায়না রেজিষ্ট্রির কথা বলিলে আজ দিব, কাল দিব বলে ঘুরাইতে থাকে এবং বলে জমি ও টাকা কোনটাই দিব না এই বলে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। রুকসানা এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এ অভিযোগ ও সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করেন (যার নং ১২৩২, তাং ২৭/০৭/২০১৭)। রুকসানা ও তার ছেলে প্রতিবন্ধী রানা আবেগাপ্লুত হয়ে কান্নারত অবস্থায় বলেন, এই বিএনপিকর্মী হাসান বিগত বিএনপি সরকারের আমলে ১৫ই আগষ্টে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে রান্না করা তবারক ও ডেক-ডেকসী ভেঙ্গে মাটিতে ফেলে দিয়েছিল। বিগত ০২/০৭/২০১৭ইং তারিখ থানায় এ ব্যাপারে সমাধানের জন্য বসলে স্থানীয় আওয়ামীলীগ সভাপতি সহ ওয়ার্ড, ইউনিট আওয়ামীলীগের নেতাকর্মী জহির, আলতাফ, হাবিব, শাকিল এই নেতাকর্মীরা বিএনপিকর্মী হাসানের পক্ষে কথা বলে এবং ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিবেন আর না হয় জমি ও টাকা কোনটাই পাবেন না বলে হুমকি প্রদান করেন। তখন রুকসানা কান্নারত অবস্থায় বলেন, আমিও আওয়ামীলীগ কর্মী একটা বিএনপিকর্মীর জন্য আপনারা সকলে একাজ করলেন। রুকসানা তার পরিবার ও তার প্রতিবন্ধী ছেলে রানা সহ নিরাপত্তাহীনতায় ভূগতেছেন। রুকসানা এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন। রুকসানাকে এ ব্যাপারে আইনী পদক্ষেপের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রয়োজনে আমি আদালতের সম্মুখীন হবো।