এমরান আলী, কোম্পানীগঞ্জ(সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজারে আলফু মিয়া মার্কেটে মনোরমা শিল্পালয়ে চুরি সংগঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ২টার দিকে চুরির এ ঘটনা ঘটে।
দোকান ঘরের চালের টিন কেটে ও প্লাস্টিকের ছাদ ভেঙে এ দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ৩/৪ জনের চোরচক্র প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
স্বর্ণের সু-কেস ভেঙে তারা দোকানের কর্মচারী অপু দত্তকে অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে ২০ আনা স্বর্ণ ও ১০০ভরি রূপার অলংকার চুরি করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মুল্য (৩লক্ষ ১৫ হাজার টাকা)।
উক্ত চুরির দৃশ্য দোকানে থাকা সিসি ক্যামেরায় ধারণ হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) মনোরমা শিল্পায়ের স্বত্বাধিকারী প্রিয়লাল বণিক অজ্ঞাতনামা ৩/৪ জনকে অভিযুক্ত করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।