আমি টিনের নিচ থেকে আব্বু আব্বু ডেকে গেছি। কেউ শোনেনি। পা মাটিতে আটকে আছে। এক হাতে টিনের চালা আলগা করার চেষ্টা করছিলাম। তাও বারবার ছুটে যাচ্ছিল। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। এক সময় দেখলাম টিনের ওপর কারও পা পড়েছে। আমি চিৎকার দিয়ে উঠলাম। তখন আমাকে সেখান থেকে টেনে বের করা হয়।’
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে পাহাড়ধসের ধ্বংসস্তূপ থেকে প্রাণ নিয়ে ফিরেছে ১২ বছরের জান্নাতুল ফেরদৌস। গতকাল শুক্রবার ভোরে পাহাড়ধস হয় সেখানে। প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।
পাহাড়ধসে জান্নাতুল হারিয়েছে তার মা ফাতেমা বেগম (৩০), ভাই ইউনুস (১০), ফুফু রাবেয়া (২৫), ফুফাতো বোন সামিয়া (৭) ও লামিয়া (২)। ফুফু রাবেয়া তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘরের দুটি কক্ষে ঘুমিয়ে ছিল পরিবারটি। হঠাৎ নেমে আসে বিপর্যয়।