নারায়ণগঞ্জে লিটন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের (২) বিচারক রাজিয়া সুলতানা এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রফিক, হাবিব ও শরীফ মিয়া। এদের মধ্যে শরীফ পলাতক রয়েছেন।
অতিরিক্ত পিপি ফজলুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১ ডিসেম্বর শত্রুতার জেরে লিটনকে নিতাইগঞ্জ মন্দিরের সামনে থেকে ডেকে নিয়ে খালঘাটের একটি পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে কুপিয়ে হত্যা করে ওই তিন আসামি।
এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই সিরাজ মিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ঘটনায় আসামি রফিক ও হাবিব আদালতে ঘটনা বর্ণনা করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
হত্যাকাণ্ডের ৯ বছর পর ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত এ রায় দেন।