রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি ছিল হালকা মাত্রার। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল গাজীপুরে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, খুব অল্প সময়ের জন্য ভূমিকম্পন অনুভূত হয়। স্থায়িত্ব মাত্র ২ সেকেন্ড। এর উৎপত্তিস্থল রাজধানীর ঢাকার কাছাকাছি গাজীপুর জেলায়।