রাজধানীর উত্তরায় কিশোরী ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হল ঝন্টু (২৪) ও তার সহযোগী মোফাজ্জল (১৮)।
উত্তরা পূর্ব থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, উত্তরা সেক্টর-১ এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করত ওই কিশোরী। শুক্রবার রাতে ওই বাসা থেকে পালিয়ে সে জসিম উদ্দিন রোড এলাকায় যায়। সেখানে নিরাপত্তাকর্মী ঝন্টু ওই কিশোরীকে ধর্ষণ করে।
খবর পেয়ে শনিবার সকালে ওই নিরাপত্তাকর্মী ঝন্টু ও তার সহযোগী মোফাজ্জলকে আটক করা হয়। ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, কিশোরী গৃহকর্মী কেন তার কর্মস্থল থেকে পালিয়ে রাস্তায় গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।