Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ
রাঙ্গাবালীতে গাজা ও ইয়াবা সহ আটক ৮ জন।

রাঙ্গাবালীতে গাজা ও ইয়াবা সহ আটক ৮ জন।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পৃথক পৃথক অভিযানের মাধ্যমে ২ কেজি ২৫০ গ্রাম গাজা ও ১০ পিস ইয়াবা সহ ৮ জনকে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। রাঙ্গাবালী থানা পুলিশ জানায়, রবিবার দুপুর ২ টায় উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাটে ঢাকা থেকে আসা লঞ্চ এম,ভি কোকো-৫ এ অভিযান চালায় পুলিশ। এ সময় ২ কেজি গাজা সহ সাকিল মৃধা(২৭), রাহাত খলিফা(২০) আবু তাহের হাওলাদার (২১) ও রাকিব মৃধাকে (১৯) আটক করে। তাদের বাড়ী ছোটবাইশদিয়া ইউনিয়নের টিলা গ্রামে। এর আাগে শনিবার রাতে উপজেলার খালগোড়া বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা সহ মাঝনেতা গ্রামের উজ্জল পন্ডিত(২৫) ও সাকিল মাতুব্বরকে (২০) আটক করে পুলিশ। এ ছাড়া ঐ রাতেই গঙ্গিপাড়া গ্রাম থেকে ২৫০ গ্রাম গাজা সহ মাহবুব হাওলাদার (৩৫) ও মান্নান শিকদার(২৮) কে আটক করা হয়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃন্ষ মিত্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজা ও ইয়াবা সহ আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হবে।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top