Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

৪৮ বছর পর চাকরির চিঠি পেলেন ৭০ বছর বয়সি নারী

ক্রাইম নিউজ২৪ ডেস্কঃ যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারের গেডনি হিলের বাসিন্দা টিজি হাডসন। তিনি ১৯৭৬ সালের জানুয়ারিতে মোটরসাইকেল স্টান্ট রাইডারের চাকরির জন্য আবেদন করেছিলেন। ৪৮ বছর পর সম্প্রতি সেই আবেদনের উত্তর এলো। কয়েক দশক পর তিনি এই চিঠির উত্তর পেয়ে অবাক হয়েছিলেন।

টিজি হাডসনের বয়স এখন ৭০ বছর। তিনি জানান, এতগুলো বছর পর চিঠিটি ফিরে পাওয়া তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। দীর্ঘ দিন পরে এই চিঠি পেয়ে খুব খুশি হয়েছেন তিনি।

অবশেষে টিজি জানালেন, কেন এই চাকরির আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হননি।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টিজি হাডসন বলেছেন, তিনি সবসময় ভাবতেন কেন তিনি তার চাকরির আবেদনের উত্তর পেলেন না। এই কাজের উত্তরের জন্য অপেক্ষা করার সময়, তিনি জানতেন না যে পোস্ট অফিসে এই চিঠিটি ছিল। এটি একটি ড্রয়ারের পেছনে লুকিয়ে ছিল। এত বছর পর পোস্ট অফিসের লোকজন হঠাৎ এই চিঠিটি খুঁজে পান।

টিজি বলেন, সেই কাজটি না পেলেও হাডসন একজন হ্যান্ডলার, অ্যারোবেটিক পাইলট প্রশিক্ষক হিসেবে বিশ্ব ভ্রমণ করে একটি দুঃসাহসিক কর্মজীবন শুরু করেছিলেন; যা উপভোগ করেছেন তিনি।

তিনি জানান, তিনি একটি হাতে লেখা নোটসহ এই চিঠিটি পেয়েছেন। এতে বলা হয়েছে- এটি স্টেইনস পোস্ট অফিস থেকে একটি লেট ডেলিভারি, যা একটি ড্রয়ারের পেছনে পাওয়া গিয়েছে। তবে কে এই চিঠিটি পাঠিয়েছেন সেই সম্পর্কে কোনো উল্লেখ নেই এখানে। তিনি বলেছিলেন, এই চিঠিটি কিভাবে তার কাছে পৌঁছেছে তা একটি রহস্য। এই কয়েক বছরে তিনি বহুবার বাড়ি বদল করেছেন। ৪ থেকে ৫ বার দেশ পরিবর্তন করেছেন কাজের জন্য।

সূত্র: এনডিটিভি

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top