Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

৪০তম বিসিএস পুলিশের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

রাজশাহী প্রতিনিধিঃ ৪০তম বিসিএসের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে এটি হচ্ছে না। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এরই মধ্যে সারদায় উপস্থিত আছেন।

শনিবার (১৯ অক্টোবর) রাতে পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার এআইজির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।

তিনি জানিয়েছেন, অনিবার্য কারণে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের রোববারের সমাপনী কুচকাওয়াজ বাতিল করা হয়েছে।

জানা গেছে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল ১০টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করার কথা ছিল। সে কারণেই তিনি ইতোমধ্যেই শনিবার রাজশাহীতে পৌঁছেছেন।

তবে ৬২ জন ছাত্রলীগের নেতাকর্মী পুলিশে নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।

জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তারা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন।

অভিযোগ রয়েছে, ৪০তম বিসিএস থেকে ছাত্রলীগ, গোপালগঞ্জের বাসিন্দা এবং দলীয় কর্মীদের মধ্য থেকে প্রার্থী নির্বাচন করা হয়েছে। অনেক মেধাবী প্রার্থী শুধুমাত্র গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে বাদ পড়েছেন। তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে, বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য মতাদর্শেদের বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top