তিন দপ্তরে মহাপরিচালক নিয়োগ
ক্রাইম নিউজ২৪ প্রতিবেদনঃ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন (বিয়াম) ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামালকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মালেককে বিয়াম মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে ওএসডি অতিরিক্ত সচিব (পদোন্নতি জনিত) মো. ইউনুছ আলী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।