তুমি কেমন আছো ? নিশ্চয়ই ভালো আছো। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, আমিহীন তোমার সময় গুলো ভালো যাচ্ছে তো ? জানি তুমি একটু হাসবে, ভাববে কি পাগলের মতো প্রশ্ন ?!? কারো জন্য কারো সময় কি থেমে থাকে।
হয়তো ব্যস্ততায়, এ লেখাটুকু পড়ার সময়ও তোমার হবে না বা তুমি দেখার সুযোগ নেই এমনকি দেখবেও না হয়তো। আজকাল আমার কোন লেখাই তুমি আগের মতো পড়ো না, সে আমি খুব বুঝতে পারি। ভেবেছি আর কোন দিন তোমাকে বলবো না, একটু ভিডিও কল দিবে ? বড্ড দেখতে ইচ্ছে করছে যে।
এড়ানোর জন্য যাতে তোমাকে কোন অজুহাত দাঁড় করাতে না হয় তাই ভেবে। কোনদিন বলবো না আর, আজ সারা দিন একটা ম্যাসেজ করারও সময় হলো না তোমার ? জানো কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি প্রতিটা মুহূর্ত? বলবো না কেন সারাদিনে একটা ফোনও না দিয়ে পারলে ? আমার কথা কি একবারও মনে পড়েনি তোমার ? এসবে তুমি আজকাল বিব্রত বোধ করো, হয়তো বিরক্ত হও মনে মনে। তবুও কিছু একটা বলে সান্ত্বনা দিতে চেষ্টা করো।
তাই ভাবছি এ যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দেবো আমি। তাতে যদি তুমি সুখে থাকো তবে আমি না হয় সেই সুখের জন্য দগ্ধ চিতায় নিজেকে পোড়াবো অহর্নিশ। বিগত সময়ের কিছু সুখ স্মৃতি বাঁচার প্রেরণা দিবে। তোমার মাঝে নিজেকে খুঁজে নিবো অতীতের জড়ানো মায়ায়। তবু তুমি ভালো থেকো তোমার মতো করে।