Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

চাকরিতে বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে

নিজস্ব প্রতিবেদকঃ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে অবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন বলে জানিয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচির শুরু হয়।

জাদুঘরের সামনে অবস্থান নিয়ে চাকরিপ্রত্যাশীরা ‘এক দুই তিন চার-৩৫ আমার অধিকার’, ‘আর নয় কালক্ষেপণ-দিতে হবে প্রজ্ঞাপন’, ‘দিয়েছি তো রক্ত-আরও দেব রক্ত’ স্লোগান দেন।

চাকরিপ্রত্যাশীরা বলেন, ‘আজ আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিনব্যাপী চলবে। সরকার যদি আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দ্রুত জারি না করে তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

তারা বলেন, আমাদের সঙ্গে সরকারের যে বৈঠক হয়েছে সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আমরা ছেলেদের ক্ষেত্রে চাকরিতে বয়সসীমা ৩৫ এবং মেয়েদের ক্ষেত্রে বয়সসীমা ৩৭ করার জন্য দাবি জানিয়েছি। আর কিছু কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার কথা বলেছি। সেটা সরকার বিবেচনা করবে। যদি আমাদের দাবি সরকার মেনে নেয় তাহলে সে ক্ষেত্রে অবসরের সময় যে দুই বছর বাড়ানো হয়েছে, সেটা যেন না করা হয় সেজন্য আমরা সুপারিশ জানিয়েছি।

তারা আরও বলেন, আমরা দেখেছি আমাদের ৩৫ বাস্তবায়ন নিয়ে কাজগুলো চলছে। দ্রুতই কাজ এগোচ্ছে। আমরা চাই আজকের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে। আমরা এখান থেকে আনন্দ মিছিল করে যেতে চাই। তবে বলতে চাই-কোনোভাবেই অবসরের বয়স বাড়ানো যাবে না।’

এদিকে সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যান মুয়ীদ চৌধুরী বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে কেন এই সুপারিশ করা হয়েছে সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন।

তিনি বলেন, ‘মেয়েদের একটু আলাদা করে বেশি বয়স দেওয়া হয়েছে। মেয়েদের আমরা এই কারণে দিয়েছি যে, মেয়েদের ছেলেদের মতো ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। ফ্যামিলি অব্লিগেশন্স থাকে, বিয়ে হয়ে যায়, বাচ্চা-কাচ্চা হয়। তাই তারা যেন আসতে পারেন। এছাড়া আমাদের নারী কর্মকর্তার সংখ্যা তুলনামূলক কম। কোটা আছে, কিন্তু অতটা ফুলফিল হয় না এখনও।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top