কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহত একজনএমরান আলী, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মাসুক আহমেদ (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় উপজেলার মধ্য-রাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার পুত্র। তিনি ২ মেয়ে ও ২ ছেলে সন্তানের জনক ছিলেন।
এ বিষয়ে নিহতের আত্মীয়রা জানান, আজ রোববার ভোর সাড়ে ৭টায় মাসুক আহমেদ বাড়ির পাশের হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবার চাচ্ছে বিনা-তদন্তে লাশ দাফন কাজ সম্পন্ন করতে, এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি। আইন মেনে পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।