Monday , 2 December 2024
ব্রেকিং নিউজ

কোম্পানীগঞ্জে ছাত্র কণ্ঠ’র সংবাদ সম্মেলন

কোম্পানীগঞ্জে ছাত্র কণ্ঠ’র সংবাদ সম্মেলন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে এমরান আলীঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সামাজিক ছাত্র সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ (কোছাক) এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ অক্টোবর বেলা ১১:৩০ মিনিটে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য উপস্থাপন করেন এবং কোম্পানীগঞ্জের বর্তমান পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব। কোম্পানীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধ এবং সরকারের অনুমতি সাপেক্ষে এশিয়ার সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারী থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবির উপর গুরুত্বারোপ করেন।
এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রেক্ষিতে বর্তমান বাজার পরিস্হিতির উপর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের দ্রুত বাজার মনিটরিং করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উপর নগ্ন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতাধীন করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জের ছাত্র কণ্ঠ (কোছাক) এর আইন ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবুল আলা,উপ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান নাঈম,ও তেলিখাল ইউনিয়ন শাখা কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার সাজিদ প্রমুখ।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top